নিজের ৩ কিশোর ছেলেকে যুদ্ধে পাঠাচ্ছে চেচেন নেতা কাদিরভ Chechen Leader Kadyrov Says Sending Teenage Sons to Ukraine War

নিজের ৩ কিশোর ছেলেকে যুদ্ধে পাঠাচ্ছে চেচেন নেতা কাদিরভ

Generic placeholder image
  Ashfak

ইউক্রেনে যুদ্ধের জন্য নেওয়া হাজারো রুশ সেনাকে যখন উপযুক্ত নয় বলে ফিরিয়ে দেওয়া হলো, তখনই চেচেন নেতা রমজান কাদিরভ নিজের কিশোর ছেলেকে যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়েছেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র স্থানীয় সময় সোমবার ঘোষণা দেন রমজান কাদিরভ জানান, তিনি তার ১৪, ১৫ এবং ১৬ বছর বয়সী ছেলেকে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠাবেন

সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে নিজ ছেলেদের যুদ্ধের যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি আরও জানান, তাদের সত্যিকারের লড়াইয়ে নিজেদের প্রমাণের সময় এসেছে, ইচ্ছাকে স্বাগত জানাতে পারি

আরও পড়ুনঃ শত্রুরা ষড়যন্ত্রে বাজিমাত করতে ব্যর্থ হয়েছেঃ রাইসি

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলনে অংশ নেওয়া পুত্রদের নিয়ে কাদিরভ বলেন, শিগগিরই তারা যুদ্ধের ফ্রন্ট লাইনে যাবে এবং যুদ্ধের সবচেয়ে কঠিন বিভাগ যোগাযোগ লাইনের সামনের অংশেই থাকবে

 

সূত্র : বিবিসি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)