কমলগঞ্জে লোকজ গানের অনুষ্ঠান ‘বাসন্তী সন্ধ্যা

কমলগঞ্জে লোকজ গানের অনুষ্ঠান ‘বাসন্তী সন্ধ্যা

Generic placeholder image
  Ashfak

দেশাত্ববোধ ও বাঙালি সংস্কৃতির বিকাশে লোকগান ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো লোকজ গানের উৎসব ‘বাসন্তি সন্ধ্যা।’ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মণিপুরী ললিতকলা একাডেমি ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ লোকজ গানের অনুষ্ঠান বাসন্তী সন্ধ্যার আয়োজন করা হয়।
   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রইছ আল রেজুয়ান, লেখক ও গবেষক আহমদ সিরাজ, কবি, প্রাবন্ধিক ও নাট্যকার শুভাশিস সিনহা, ললিত কলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস সিংহ, ললিত কলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা প্রমুখ। এসময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)