শত্রুরা ষড়যন্ত্রে বাজিমাত করতে ব্যর্থ হয়েছেঃ রাইসি President Raisi warns protesters

শত্রুরা ষড়যন্ত্রে বাজিমাত করতে ব্যর্থ হয়েছেঃ রাইসি

Generic placeholder image
  Ashfak

হিজাব-বিরোধী আন্দোলনে তোলপাড় পুরো ইরান টানা সপ্তাহ ধরে চলছে এই আন্দোলন নীতি পুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর ইরানজুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে

যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ এই আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানায় বিপরীতে ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছে আন্দোলন দমানোর এতে দুই পক্ষের বেশ কয়েক জন হতাহত হয়েছে

এর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে

এই ইরানি নেতা বলেনযে সময় ইরান অর্থনৈতিক সংকট কাটিয়ে আঞ্চলিক বৈশ্বিকভাবে আরও শক্তিশালী হচ্ছে ঠিক তখনই শত্রুরা দেশকে একঘরে করার বাসনা নিয়ে এমন খেলা খেলতে এসেছে কিন্তু তারা এই ষড়যন্ত্রে বাজিমাত করতে ব্যর্থ হয়েছে

আরও পড়ুনঃ ইউক্রেনে ব্যাপক হমালা রাশিয়ার,নিহত ৩০

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর মাশা আমিনি নামের এক কুর্দি তরুণী ইরানের নীতি পুলিশের নির্যাতনে মারা যান এমন খবর ছড়িয়ে পড়ার পর ইরানসহ বিশ্বের নানা দেশে হিজাব-বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)