রাশিয়ার ৬ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি কিয়েভের

রাশিয়ার ৬ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি কিয়েভের

Generic placeholder image
  Ashfak

রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় রোস্তভ অঞ্চলের বিমানঘাঁটিতে রাশিয়ার ৬ টি বিমান ধ্বংস করার দাবি করেছে কিয়েভ।

শুক্রবার ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, হামলায় রাশিয়ার আরও ৮ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০ জনের বেশি সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন।

তারা আরও জানান, মোরোজোভস্ক ঘাঁটিতে এসইউ-২৭ এবং এসইউ-৩৪ বিমান রাখা হয়, যেগুলো রাশিয়া সম্মুখসারির যুদ্ধে ইউক্রেনে ব্যবহার করে থাকে।

আরও পড়ুনঃ এবার সরাসরি নেতানিয়াহুকে আলটিমেটাম দিয়েছে বাইডেন

তবে রাশিয়ার ওই বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার খবরের বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন সীমান্তের ওই এলাকায় ৪০টিরও বেশি ড্রোনকে তারা নিশানা করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারটভ, কুরস্ক, বেলগর্ড এবং ক্রাসনোডার অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন। কিন্তু তাদের সব ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি।

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)