যে কারনে চীনা প্রতিনিধিদের রানির কফিন দেখতে দেওয়া হবে না Chinese govt delegation banned from Queens Lying in State in UK

যে কারনে চীনা প্রতিনিধিদের রানির কফিন দেখতে দেওয়া হবে না

Generic placeholder image
  Ashfak

গত সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আগামী ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে

এখন রানির মরদেহ রাখা হয়েছে ওয়েস্টমিনস্টার হলে সেখানে মরদেহের প্রতি চলছে শ্রদ্ধা নিবেন তবে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন সফররত চীনা প্রতিনিধিদলকে ব্রিটিশ সংসদের অভ্যন্তরে রানির কফিন দেখতে দেওয়া হবে না

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যম তথ্য জানিয়েছে

জানা গেছে, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সমালোচনা করার জন্য বেইজিং বেশ কয়েকজন ব্রিটিশ আইন প্রণেতাকে নিষেধাজ্ঞা দিয়েছে তাই কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য চীন থেকে প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে চীন

কোনও সূত্র উল্লেখ না করে বিবিসি দ্য গার্ডিয়ান জানিয়েছে, এটা বোঝা যাচ্ছে যে চীনের নিষেধাজ্ঞার কারণে পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার পার্লামেন্টারি এস্টেটের ওয়েস্টমিনস্টার হলে প্রবেশ করতে চীনা প্রতিনিধি দলকে নিষেধ করা হয়েছে

আরও পড়ুনঃ নতুন করে নিষেধাজ্ঞার কবলে ইরান!

ব্যাপারে ব্রিটিশ স্পিকারের কার্যালয় কোনও মন্তব্য করতে রাজি হয়নি হাউস অফ কমনসের পক্ষ থেকে বলেছে, তারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করবে না

এদিকে, ওয়েস্টমিনস্টার হলে চলছে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন কফিন এক নজর দেখতে প্রায় কিলোমিটার লম্বা লাইন ছিল অনেকেই থেকে ১০ ঘণ্টা অপেক্ষার পর দেখতে পান রানিকে বহনকারী কফিন

দিনের শ্রদ্ধা নিবেদনের পর ১৯ সেপ্টেম্বর হবে রানির শেষকৃত্য, যাতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)