ফরিদপুরে চার দফা দাবি আদায় চলছে ম্যাটসের ক্লাস বর্জন ও কর্মসূচি

ফরিদপুরে চার দফা দাবি আদায় চলছে ম্যাটসের ক্লাস বর্জন ও কর্মসূচি

Generic placeholder image
  Ashfak

চার দফা দাবি আদায়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের উদ্যোগে চলছে ক্লাস বর্জন ও কর্মসূচি।আজ সকাল থেকেই কর্মসূচি পালন করে ম্যাটসের শিক্ষার্থীবৃন্দ।
ম্যাটস শিক্ষার্থীদের সদ্য প্রণীত অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সহ তিন দফা দাবিতে  এ কর্মসূচি পালন করে তারা।অন্যান্য দাবিগুলি হল অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্সুলামের সংশোধন,
বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন। উপরোক্ত  দাবিতে কর্মসূচি পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন ম্যাটসের শিক্ষার্থী শরীফ, আদিবর, ফয়সাল সাজ্জাদ অনন্ত, রকিবুল ,জামি।
আগামী ২০শে মে মধ্যে উক্ত দাবী মানে নেওয়া না হলে পরবর্তীতে আরো ব্যাপক কর্মসূচি দেয়া হবে বলে ‌ জানানো হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত ‌ কর্মসূচিটি চলছিল।
এছাড়া সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ‌ বরাবরে ‌ স্মারকলিপি প্রদান করে তারা।
ফরিদপুর জেলা প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)