দিপু’র নয়া বই ‘কারাগার’

দিপু’র নয়া বই ‘কারাগার’

Generic placeholder image
  Ashfak

জহিরুল ইসলাম দিপু । এই সময়ের তরুণ লেখক। শুরু থেকেই ছদ্মনামে লেখালেখি করেন, তাহার ছদ্মনাম কয়েদি। সাহিত্য ও বাংলার শ্যামল ছায়ার প্রতি ছোটবেলা থেকেই ভিন্ন রকম মায়া তাহার। লেখক হওয়ার বাসনা ছিল না কোন সময় কিন্তু প্রেমের আর্কষণ বাস্তবতার আগুন নিপীড়নের শোষণ একজন লেখক হিসাবে গড়ে তুলেছে। লেখালেখি ও সংগীতই তার স্বপ্ন এখন, সংসার মোহ মায়া অর্থ তাকে আর প্রলোভন দেখাতে পারেনা। ব্যাক্তিত্ব গঠনের স্বপ্ন দেখেন এবং সরল জীবন যাপন করেন। নিজেকে অজানা গন্তব্যে জানার জন্য ব্যস্ত রাখেন। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ কারাগার (২০২৩), যেখানে পৃথিবীকে এবং ব্যক্তির আত্মাকে কারাগার বলা হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে চট্টগ্রামের সুনামধন্য প্রকাশনী সংস্থা অক্ষর বৃত্ত থেকে। ইতিমধ্যে পরিচিত ও পাঠক মহলে বইটির সাড়া মিলেছে। যা লেখকের মনোবল বাড়িয়ে দিয়েছে। সেই সাথে পারিবারিক শতভাগ সাপোর্ট থাকার কারণে নিজেকে এ নেশায় জরিয়ে রাখতে পারবেন বলে লেখক জানিয়েছেন। অগ্নি ঝরানোর কলম ভবিষ্যতে দুর্যোগেও আগুন্তকঃ ভূমিকা রাখবে পাঠক আশাবাদী। লেখককে প্রশ্ন করে জানা যায়, শিক্ষা জীবনে পরিবার শিক্ষক ও সাহিত্য দর্শন থেকে প্রকৃত জ্ঞান অর্জন করা যায়। এবং প্রকৃতিকে ফলো করে শিক্ষা গ্রহণ করা যায়। কুসংস্কার ও বৈষম্য প্রত্যাখ্যান করে মানবিক জীবন যাপন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে গড়ে তুলে। ব্যক্তিগতভাবে তিনি কবিতা গল্প ইতিহাস পড়তে ভালোবাসেন। যার মাধ্যমে নিজেকে খুঁজে পান। তিনি আরো জানান, লেখালেখি নেশায় রুপান্তর হওয়ার পর পাঠক মহলের ভালোবাসা তাহাকে আগামী দিন লেখার শক্তি সঞ্চয় করে দেন এবং তিনি নিজেও মৃত্যু পর্যন্ত এই নেশার সঙ্গে নিজেকে জরিয়ে রাখতে চান। বই পড়ার মাধ্যমে পাঠক নিজেকে নতুন করে গড়ে তুলতে পারেন বলে তিনি বিশ্বাস করেন।
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)