জবিতে ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জবিতে ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Generic placeholder image
  Ashfak

বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক জনাব শাহরিয়ার কবির। এসময় তিনি স্বাধীনতার ঘোষনাপত্রকে বাংলাদেশের জন্মসনদ উল্লেখ করে বলেন, “বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার ঘোষণাপত্রের গুরুত্ব অপরিসীম। এখন পর্যন্ত স্বাধীনতার ঘোষণা নিয়ে মৌলবাদি ও সাম্প্রদায়িক প্রেতাত্মাদের তৈরি অনেক বিকৃত ইতিহাস বিস্তৃত হচ্ছে, যাতে করে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস নিয়ে বিভ্রান্তিতে পড়ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দেশের স্বাধীনতার ঘোষণা যে কেউ দিতে পারে না। যিনি স্বাধীনতার ঘোষণা দিবেন তাকে অবশ্যই জাতির নির্বাচিত কিংবা অবিসংবাদিত নেতা হতে হবে। আর আমাদের বাঙালি জাতির একমাত্র অবিসংবাদিত নেতা হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এসব বিষয় তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।”
তিনি আরো বলেন, “স্বাধীনতার ঘোষণাপত্রকে অস্বীকার করলে বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করা হয়, একারনেই এবিষয়ে শাস্তির বিধান রেখে দ্রুত নতুন আইন করা উচিত। মুক্তিযোদ্ধা হলেই হবে না, মুক্তিযুদ্ধের চেতনায় সবসময় বিশ্বাসী হতে হবে। পৃথিবীর কোনো জাতি স্বাধীনতার জন্য এতবড় ত্যাগ করেনি আমরা মুক্তিযুদ্ধে যা হারিয়েছি। এসব কিছু আমাদের অহংকার আর তরুণ প্রজন্মকে এই অহংকার ধারণ করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।”

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, পিএইচডি বলেন, “আমাদের স্বাধীনতার ইতিহাস অনেক দৃঢ় যা আমাদের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পারছি না, যে কারনে ইতিহাস বিকৃত হচ্ছে। শিক্ষার্থীদের এই সংক্রান্ত সঠিক ইতিহাস পড়তে ও জানতে হবে এবং সম্পৃক্ততা বাড়াতে হবে। আমাদের দর্শন হতে হবে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার উপর ভিত্তি করে।  যদি আমাদের চিন্তা চেতনায় অপশক্তির প্রবেশ ঘটাই, মৌলবাদকে চাষ করি, জঙ্গী সন্ত্রাসকে নিয়ে আসি তাহলে কিছুই পরিষ্কার হবে না।” 
এইপ্রেক্ষিতে উপাচার্য মহোদয় বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস নিয়ে এধরণের সেমিনার আরো বেশি সংখ্যায় আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।

মূল প্রবন্ধের উপর বিশেষ আলোচনায় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, “স্বাধীনতার ষোষণাপত্রের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে।”

ইতিহাস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জবি প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)