জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইমদাদুল হকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইমদাদুল হকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক

Generic placeholder image
  Ashfak

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোক বিবৃতিতে বেরোবি উপাচার্য বলেন, প্রফেসর ইমদাদুল হকের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হলো। আমরা একজন প্রথিতযশা গবেষক ও শিক্ষাবিদকে হারালাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মৃত্যুতে শোক জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। উল্লেখ্য, প্রফেসর ড. ইমদাদুল হক আজ শনিবার (১১ নভেম্বর, ২০২৩) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)