আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবোঃ প্রধানমন্ত্রী

আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবোঃ প্রধানমন্ত্রী

Generic placeholder image
  Ashfak

গত ১৪ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবো তাহলেই গড়ে ওঠবে দক্ষ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট জনগোষ্ঠী

 বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি

গবেষণার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, গবেষণাই আমাদের সাফল্য এনে দিতে পারে- সেটা এখন প্রমাণিত গবেষণার জন্য আমিষ খাদ্য উৎপাদনে সফল হয়েছি বিজ্ঞান গবেষণা জাতির জন্য গুরুত্বপূর্ণ

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানের ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ, ২১ জনকে এনএসটি ফেলোশিপ ১৬ জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ১২টি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে শুধু নিজের দেশে নয়, বিদেশ থেকে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়নেও যেন ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থাও করেছে আওয়ামী লীগ সরকার

আরও পড়ুনঃ অতিথি হয়ে রাষ্ট্রপতির বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে যত বেশি গবেষণা বাড়বে অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষ তত ভূমিকা রাখতে পারবে, দেশ তত সামনের দিকে এগিয়ে যাবে তাই গবেষণার দিকে বর্তমান সরকার জোর দিয়েছে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেন, দেশ ডিজিটাল হয়েছে বলেই দেশের বিভিন্ন প্রান্তে ছেলেমেয়েরা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারছে

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)