দুর্বৃত্তের গুলিতে রুবেল আহতের ঘটনায় আটক ৭,বিপুল গোলাবারুদ উদ্ধার

Generic placeholder image
  Ashfak

রাজধানীর জোয়ারসাহারা এলাকায় দুর্বৃত্তের গুলিতে রুবেল হোসাইন (৩২) নামে এক অটোরিকশা ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় ডিবি গুলশান জন আসামীকে আটক করেছে

আটকের ঘটনায় ডিবির এক সংবাদ সম্মেলনে জানা হয়  গুলশান বিভাগের ভাটারা থানাধীন জোয়ার সাহারা খাপারা এলাকায় গত ১৮ তারিখে সামান্য ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়ায় একপর্যায়ে রাজু এবং মুন্না অস্ত্র বের করে এবং শত শত লোকের সামনে ফায়ার করে যেখানে বাদিনীর স্বামী রুবেল গুলিবিদ্ধ হয়

 ছায়া তদন্ত করে ডিবি গুলশান জন আসামী ছয়টি অস্ত্রসহ বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়

সোমবার (১৮ মার্চ) বিকেলে জোয়ারসাহারা খাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে আহত অবস্থায় রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে

আহত রুবেল জানান, তার বাসা জোয়ারসাহারা যমজ রোড এলাকায় জোয়ারসাহারা খাপাড়া এলাকায় তার অটোরিকশার ব্যবসা রয়েছে বিকেলে এলাকার আজিম নামে একজন তাকে গুলি করে সঙ্গে রাজু মুন্না ছিল

রুবেল বলেন, আজিম, রাজু, মুন্না এলাকায় মাদক ব্যবসা করে নিয়ে আমরা কয়েকজন প্রতিবাদ করি কয়েকদিন আগে ওদের দলের কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে যায় এতে তারা আমাকে সন্দেহ করেন আজ বেলা ৩টার দিকে আমার অটোরিকশা চালক রনিকে মারধর করে রাজু আজিম বিকেলে এর প্রতিবাদ করতে জোয়ারসাহারা খাপাড়া এলাকায় যাই তখন আজিম আমাকে লক্ষ্য করে গুলি করে

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)