বড় অঙ্কের অফার ফিরিয়ে শেখ রাসেলে জামাল ভূঁইয়া
Ashfak
ফুটবলে জাতীয় দল ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলেও জামাল ভূঁইয়ার ওপর আস্থা রয়েছে সবারই। ইন্দোনেশিয়া লিগে খেলার অফার পান। প্রতি মাসে প্রায় ১৮ লাখ টাকার বেতন দিতে রাজি সেখানকার শীর্ষ স্থানীয় এক ক্লাব।
মালয়েশিয়া থেকেও বড় অঙ্কের অফার পান। দেশের স্বার্থে দুই অফারই ফিরিয়ে দিয়েছেন। তার কথা আমি, বাংলাদেশেই খেলতে চাই। তাই বিদেশির বদলে বাংলাদেশের পেশাদার লিগ আমার কাছে গুরুত্ব অনেক। ঘরোয়া ফুটবলে জামালের অভিষেক হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।