বড় অঙ্কের অফার ফিরিয়ে শেখ রাসেলে জামাল ভূঁইয়া Jamal Bhuyan

বড় অঙ্কের অফার ফিরিয়ে শেখ রাসেলে জামাল ভূঁইয়া

Generic placeholder image
  Ashfak

ফুটবলে জাতীয় দল ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলেও জামাল ভূঁইয়ার ওপর আস্থা রয়েছে সবারই ইন্দোনেশিয়া লিগে খেলার অফার  পান প্রতি মাসে প্রায় ১৮ লাখ টাকার বেতন দিতে রাজি সেখানকার শীর্ষ স্থানীয় এক ক্লাব

মালয়েশিয়া থেকেও বড় অঙ্কের অফার পান দেশের স্বার্থে দুই অফারই ফিরিয়ে দিয়েছেন তার কথা আমি, বাংলাদেশেই  খেলতে চাই তাই বিদেশির বদলে বাংলাদেশের পেশাদার লিগ আমার কাছে গুরুত্ব অনেক ঘরোয়া ফুটবলে জামালের অভিষেক হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবে

আরও পড়ুনঃ সূর্যের ফর্মকে যত্ন করে তুলে রাখতে চায় রোহিত


 এরপর শেখ রাসেল ক্রীড়া চক্র ঘুরে সাইফ স্পোর্টিংয়ে এবার ইন্দোনোশিয়া মালয়েশিয়ার অফার ফিরিয়ে  তার পুরনো ক্লাব শেখ রাসেলে যোগ দিচ্ছেন জামাল ছাড়াও স্থানীয় বেশ কজন ফুটবলার নাম লিখিয়েছেন জনপ্রিয় ক্লাবে

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)