করতোয়ায় আরও ৫ লাশ উদ্ধার মৃত বেড়ে ৬৬ korotoya

করতোয়ায় আরও ৫ লাশ উদ্ধার,মৃত বেড়ে ৬৬

Generic placeholder image
  Ashfak

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে নৌকাডুবির ঘটনায় বেড়েই চলছে লাশের মিছিল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আরও জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী- উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম জাগো নিউজকে বলেন, সোমবার সন্ধ্যায় আমাদের উদ্ধার অভিযান স্থগিত করা হয় আজ ভোরে আবারো অভিযান শুরু হয় দুপুর দেড়টা পর্যন্ত ১৬ জনের মরদেহ পাওয়া গেছে এখনো যারা নিখোঁজ আছেন তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলবে

নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের মধ্যে হাশেম আলী (৭০), শ্যামলী রানি (১৪), লক্ষ্মী রানি (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানি (২৭), দিপঙ্কর (), পিয়ন্ত (আড়াই বছর), রুপালি ওরফে খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানি (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী, জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানি (২৫), সানেকা রানি (৬০), সফলতা রানি (৪০), বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানি ওরফে শিমুলি (৩৫), উশোশি (), তনুশ্রী (), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সুচিত্রা (২২), কবিতা রানী (৫০), বেজ্যে বালা (৫০), দিপশিখা রানী (১০), সুব্রত (), জগদীশ (৩৫), যতি মৃন্ময় (১৫), গেন্দা রানী, কনিকা রানী, আদুরী (৫০), পুষ্পা রানী, প্রতিমা রানী (৫০), সূর্যনাথ বর্মন (১২), হরিকেশর বর্মন (৪৫), নিখিল চন্দ্র (৬০), সুশীল চন্দ্র (৬৫), যুথি রানী (), রাজমোহন অধিকারী (৬৫), রূপালী রানী (৩৮), প্রদীপ রায় (৩০) এবং পারুল রানীর (৩২) নাম জানা গেছে তাদের সবার বাড়ি পঞ্চগড়ে

আরও পড়ুনঃ পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত্যু বেড়ে ৩১, পাড়ে স্বজনদের আহাজারি

 

রোববার দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেনে দেড় শতাধিক সনাতন ধর্মাবলম্বী অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় ডুবে যায় পরপরই এসব হতাহতের ঘটনা ঘটে

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)