ফরিদপুরের ডাক্তার কেএম নাহিদুল হকের উদ্যোগে স্বল্পমূলে তরমুজ, আনারস এবং গরুর মাংস বিক্রয়

Generic placeholder image
  Ashfak

ফরিদপুরে ডাক্তার কে এম নাহিদুল হকের উদ্যোগে শুক্রবার থেকে শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে স্বল্পমূলে তরমুজ ও আনারস বিক্রয় শুরু হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে মাত্র ৫০০ টাকায় ‌ প্রতি কেজি ‌ গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
এ ব্যাপারে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, ‌পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে ‌এসব জিনিস কিনতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে আনারস  প্রতিটি ৩০ টাকা তরমুজ প্রতিটি ৫০ থেকে ১০০ টাকা ‌ এবং প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
 এ উপলক্ষে সকাল থেকেই ‌উক্ত আনারস ‌ও তরমুজ কেনার জন্য ফরিদপুর প্রেস ক্লাবের  সামনে বিভিন্ন বয়সী ক্রেতাদের সমাগম লক্ষ্য করা যায়। অত্যন্ত  অল্প মূল্যে এসব ফল সংগ্রহ করছে তারা। অন্যদিকে শহরের লক্ষ্মীপুরে ‌ মাত্র ৫০০ টাকা গরুর মাংস ‌ বিক্রিতেও যথেষ্ট সারা ‌পাওয়া গেছে । এদিকে এ কার্যক্রমে তাকে সহযোগিতা করছেন থ্রি'জেট ক্রিয়েটিভ মিডিয়ার প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক বৃন্দ ‌। তারা উক্ত ‌ অংশ নিতে পেরে অনেক সন্তুষ্ট বলে ও জানান।
ফরিদপুর জেলা প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)