বাবা-মার সাথে ইফতার করা হলোনা ছেলে আব্দুস সামাদের

Generic placeholder image
  Ashfak

সোমবার ১৮ মার্চ সাত রমজান বিকাল আনুমানিক ৫ টা থেকে সাড়ে ৫ টা হবে। বাজার থেকে রোযার ইফতার সামগ্রী কিনে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলো রোজাদার আব্দুস সামাদ (১২) নামে এক কিশোর। চলতি পথের মাঝে অপরদিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর এসে তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায় সামাদ। এসময় ঘাতক ট্রাক্টরের চাকায় চাপা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাবা মায়ের সাথে আর ইফতার করা হয়ে উঠেনি আব্দুস সামাদের। হয়তো ইফতারের জন্য  অনেকক্ষণ অপেক্ষা করছিলো তার মা-বাবা। কিন্তু বাড়ি ফেরার বদলে শেষ পর্যন্ত রোজাদার ছেলের মৃত্যুর খবর শুনতে হবে ভাবতেই পারেনি তার বাবা-মা। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গী শ্রীপুর--হলদিবাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আব্দুস সামাদ উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে আব্দুস সামাদের এ আকষ্মিক মৃত্যুর খবর পেয়ে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)