সোনালি আঁশ সোনালি দিনের হাতছানি দিচ্ছেঃ প্রধানমন্ত্রী

Generic placeholder image
  Ashfak

পাটের নতুন নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নতুন নতুন পণ্য উৎপাদন বৃদ্ধি ও বাজার খুঁজতে হবে।

বৃহস্পতিবার(১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পাটশিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, যা মোটেও শুভ ছিল না। পাটকলগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। পাটের জন্য রহস্য উদ্ভাবনের মাধ্যমে পাট ও পাটশিল্পের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ পাবনাতেই দ্বিতীয় পরমাণু বিদ্যুৎকেন্দ্র,প্রস্তুতি নেনঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, সোনালি আঁশ সোনালি দিনের হাতছানি দিচ্ছে, যথাযথ কাজে লাগাতে হবে। পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারে সুযোগ বেড়েছে। পাট থেকে উৎপাদিত রপ্তানিপণ্যে প্রণোদনা দেবে সরকার।

 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)