টঙ্গীতে মোটরসাইকেল বাস সংঘর্ষে নিহত দুই 

Generic placeholder image
  Ashfak

মঙ্গলবার সকাল ১১ টায় টঙ্গীর চেরাগআলী বিআরটিএ প্রকল্পের ফ্লাইওভার ব্রিজে পাঠাও মোটর সাইকেল যোগে নামার সময় যাত্রীবাহী বাসের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ডুয়েট এর স্থাপত্য বিভাগের শিক্ষক রাম চন্দ্র সাহা (৩৩)সহ পাঠাও চালক নিহত হয়েছে। জানা যায়, বুয়েটের সাবেক ছাত্র ও ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক মোহাম্মদপুরের বাসা থেকে গাজীপুরের শিমুলতলী ডুয়েয়েটে পাঠাও এর মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ঢাকাগামী অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলে যাত্রীসহ চালেকর মৃত্যু হয়। এদের মধ্যে নিহত শিক্ষকের মৃতদেহ টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রয়েছে। অজ্ঞাত চালকের মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাটাও চালকের নাম ঠিকানা সনাক্তকরণের চেস্টা করছেন। এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষদর্শী বিআরটিএ প্রকল্পে কর্মরত নিরাপত্তাকর্মী নাজিমুদ্দিন জানান, আমরা শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপর মৃতদেহটি ঘটনাস্থলে আছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, আমরা ঘটনাস্থলে আছি, লাশ সনাক্তের চেস্টা চলছে। পরে সব জানানো হবে। 

মৃণাল চৌধুরী সৈকত,সিনি :স্টাফ রিপোর্টার

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)