মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

Generic placeholder image
  Ashfak

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে ২ জনের মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত। পরে ১১টা ৩৫মিনিটের দিকে বের হয়ে যান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের কর্মকর্তা রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ বেলা ১১টায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। প্রতিবাদ জানানোর জন্যই তাকে ডেকেছিলাম।

 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)