দুই এমপির বাড়ি মঠবাড়িয়া উপজেলায়

Generic placeholder image
  Ashfak

পিরোজপুর-২ ও ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়।
পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহারাজের বাড়ি মঠবাড়িয়া উপজেলার ১নং তুষখালী ইউনিয়ন নিউমার্কেট বাজার এলাকায়। এদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের বাড়িও মঠবাড়িয়া উপজেলার ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামে। ৭ জানুয়ারি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পিরোজপুর-২ এবং ৩ আসনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।

পিরোজপুর-৩ আসনের নির্বাচনে দুজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে চারবারের এমপি স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ডা. রুস্তম আলী ফরাজিকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক) শামীম শাহনেওয়াজ।
বিজয়ী কলার ছড়ি প্রতীকে শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে ডা. রুস্তম আলী ফরাজি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

অপরদিকে পিরোজপুর-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে ৭ বারের সংসদ সদস্য, ৩ বারের মন্ত্রী জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে (নৌকা প্রতীক) বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ (ঈগল প্রতীক)। মহিউদ্দিন মহারাজ (ঈগল প্রতীক) পেয়েছেন ৯৯ হাজার ২৬৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা প্রতীক) পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ১৯৪।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, সংবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশের একজন সুস্থ নাগরিক দেশের যেকোনো এলাকার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
ইসমাইল হোসেন হাওলাদার ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)