জেলার সেরা মাধ্যমিক শিক্ষা অফিসারের পুরস্কার গ্রহণ

Generic placeholder image
  Ashfak

 জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলায় সেরা মাধ্যমিক শিক্ষা অফিসারের পুরস্কার গ্রহন করেছেন সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল। গত ৮ নভেম্বর গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহন করেন শিক্ষা অফিসার।
গত ২০ মে ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা কমিটি তাঁকে উপজেলা পর্যায়ের সেরা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করেছেন। আব্দুল মমিন মন্ডল গত ১৩ ফেব্রয়ারী সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৪ সালে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রথম চাকরি জীবন শুরু করেন। ২০১৬ সালে তিনি বগুড়া জেলায় উপজেলা পর্যায়ে এবং ২০২২ সালে রংপুর বিভাগীয় উপজেলা পর্যায়ের সেরা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নগরজিৎপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। রংপুর কারমাইকেল কলেজ হতে অনার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে প্রাণিবিদ্যা বিষয়ে এমএসসি ডিগ্রী লাভ করেন। তাঁর লেখা স্যাটেলাইটস পাবলিকেশনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার একটি গাইড বই রয়েছে।   
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)