সোশ্যাল ইসলামী এজেন্ট ব্যাংকিং আউটলেট মানিকছড়ি শাখা উদ্বোধন

Generic placeholder image
  Ashfak

এজেন্ট ব্যাংকির আধুনিক পদ্ধতিতে মানুষের দুরগোড়ায় সেবা দেয়ার লক্ষে খাগড়াছড়ির সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) এজেন্ট ব্যাংকিং আউটলেট মানিকছড়ি শাখার উদ্বোধন। বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলার সদরে মহামুনি বাসস্ট্যান্ড নিকটে লক্ষী ডায়াগনস্টিক সেন্টার নিচতলা শাখাটি প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল পাল্টফর্মে উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. জাফর আলম। ভার্চুয়াল পাল্টফর্মে উদ্বোধনী বক্তব্য ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. জাফর আলম বলেন পাহাড়ের মানুষের আয় বৃদ্ধি হয়েছে। বিশেষ করে পাহাড়ের কৃষিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। পাহাড়ের আম, লিচু, আনারস, পেপে স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলাতে রফতানি করছে। তাদের কষ্টের অর্জিত টাকা নিরাপদে রাখতে এজেন্ট ব্যাংকিং আউটলেট মানিকছড়ি শাখার উদ্বোধন করা হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং আউটলেট মানিকছড়ি শাখার ব্যবস্থাপক ডা. মুহাম্মদ রমজান আলী। শাখাটির উদ্বোধনের মধ্যদিয়ে ব্যাংকিং খাতের সকল সেবাসমূহ গ্রাহকের কাছে পৌছে দেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিট্যান্সের অর্থ প্রদান, ইউলিটি বিল সংগ্রহ, ফান্ড ট্রান্সফার, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান ও সংক্ষিপ্ত বিবরণী, ক্লিয়ারিং চেক গ্রহণ, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ প্রদান ও কিস্তি সংগ্রহ, ইন্টারনেট ব্যাংকিং সেবাসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোন গ্রাহক সেবা প্রদান করবে মানিকছড়ি আউটলেট শাখা। এসময় মানিকছড়ি উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল আলম মাসুদ, ডা. অমর কান্তি দত্ত, ডা. কনক মজুমদার, লক্ষী মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, মানিকছড়ি মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহমদুল হক, দি মারমা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ব্যবস্থাপক (ঋণ) ও সাংবাদিক অংগ্য মারমা, খাগড়াছড়ি শাখার কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান ও মানিকছড়ি শাখার অপারেশন ম্যানেজার মো. রানাসহ ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংগ্য মারমা,মানিকছড়ি প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)