আলীকদম জোন কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাসিক আর্থিক সহায়তা হিসেবে আড়াই লাখ টাকা প্রদান

Generic placeholder image
  Ashfak

বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন, ৬৯ পদাতিক ব্রিগেডের আওতাধীন আলীকদম সেনা জোন (৩১ বীর) ২,৪৪,৭২৫.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন। চট্টগ্রামের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নানামুখি অবদান রেখে চলছেন। এর মধ্যে জনগোষ্ঠির নিরাপত্তা নিশ্চিত করণসহ সন্ত্রাস, চাঁদাবাজ দমন, প্রাকৃতিক সম্পদ রক্ষা, বিপদগ্রস্থ জনজীবনে পাশে দাঁড়ানো, শিক্ষা চিকিৎসা সেবা প্রদান। জোন এরিয়ায় এতিমখানা, অনাথালয়,ম্রো আবাসিক ছাত্রদের খাদ্য, শিক্ষা-ক্রীড়া সামগ্রী বিতরণ মসজিদ, মাদরাসা, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষদের মাসিক বেতন প্রদান। এছাড়া ব্যক্তিগত আপদকালীন সহায়তা করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ১২ জুলাই  বুধবার সকাল ১০টায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ সর্বমোট ২ লাখ ৪৪ হাজার ৫ শ্ টাকা বিতরণ করেন। আলীকদম জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করে থাকেন। বিতরণ জোন  অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-অধিনায়ক, মেজর মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি অনুদান গ্রহনকারী প্রতিষ্ঠান প্রধানদের বলেন, সেনা বাহিনী জনগোষ্ঠীর কল্যানে এ সকল সহায়তা দিয়ে আসছে। তিনি আরো বলেন, আলীকদম জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান চলমান উন্নয়নমূলক কাজ  আছে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ, দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। সরকার ও সেনাবাহিনী পার্বত্য জনপদে শান্তি প্রতিষ্ঠায় অর্ধশত বছর নিরলসভাবে কাজ করছে। মৈত্রি কার্যক্রমের মধ্যে দিয়ে এই অঞ্চলে সেনাবাহিনীর লালিত মানবিক ঐতিহ্য ধরে রেখেছে। ।
জাহিদ হাসান,লামা(বান্দরবান)প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)