গৌরীপুরে সাহেব আলী হত্যাকান্ড,মামলার ৬ ঘন্টার মধ্যে দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

Generic placeholder image
  Ashfak

ময়মনসিংহের গৌরীপুরে খলতবাড়ী গ্রামে কৃষক সাহেব আলী (৫০) চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের র‌্যাব-১৪। মামলা রজুর ৬ ঘন্টার মধ্যে মঙ্গলবার (৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার একটি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরীপুর উপজেলার খলতবাড়ী গ্রামের জহিরুল ইসলাম (১৯) ও তার বাবা বাবুল মিয়া (৫৬)। ময়মনসিংহের র‌্যাব-১৪, সিপিএসসি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত ফসলি জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে শনিবার (১ জুলাই) বিকেলে প্রতিপক্ষ বাবুল মিয়া ও তার লোকজন সশস্ত্র হামলা চালায় সাহেব আলীর ছেলে রাজীব মিয়ার ওপর। এসময় ছেলেকে বাঁচাতে আসলে সাহেব আলীকে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের লোকজন। ওইদিন দিনগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে আহত সাহেব আলী মারা যান। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে রাজীব মিয়া সোমবার দিনগত রাতে গৌরীপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান- সাহেব আলী হত্যা মামলার এজাহারভুক্ত ৪ ও ১৪ নম্বর দুই আসামীকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে ময়মনসিংহ- র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃত দুই আসামীকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
 

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)