হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে টাইগাররা

Generic placeholder image
  Ashfak

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে টাইগাররা। বৃষ্টির কারণে ম্যাচ দু'টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ডার্ক লুইস মেথড পদ্ধতিতে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এবার আইরিশদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে টাইগাররা। সে লক্ষ্যে আজ শুক্রবার (৩১ মার্চ) সাগরিকার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে দুপুর ২টায়।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পরই বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের শুরু। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে লাল সবুজের ডেরায় এসেই যেন আগ্রাসী ক্রিকেটীয় দর্শনে শিষ্যদের তাতিতে দিয়েছেন।
চট্টগ্রামে চলমান টি-টোয়েন্টি সিরিজ বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে জিতে নেয় টাইগাররা। তাই ইংরেজদের পর তাদের প্রতিবেশি দেশ আয়ারল্যান্ডকেও হোয়াইটওয়াশের হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে।

বৃষ্টির বাঁধার উপেক্ষা না থাকলে প্রথম দুই ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশ। ম্যাচে ওভার কমলেও প্রতি ইনিংসেই দুইশর অধিক সংগ্রহ পেয়েছিল স্বাগতিকরা। লিটনের সঙ্গে উদ্বোধনী জুটিতে দারুণ পারফরমেন্স করছেন রনি তালুকদার। দুই ম্যাচেই আক্রমনাত্মক ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে লিটনের সাথে ১২৪ রানের রেকর্ড জুটি গড়েন রনি।


আরও পড়ুনঃ ফেসবুকে স্বামীকে অভিনন্দন জানালেন লিটনের স্ত্রী


আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। তবে পরিবর্তন যাই হোক দলের মূল লক্ষ্য যে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা তাও পরিষ্কার করে বলে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)