সুন্দরী সাংবাদিককের বিয়ের প্রস্তাব নিয়ে যা বললেন সালমান


আইফা ২০২৩ নিয়ে মেতে উঠেছে গোটা বলিউড। আবুধাবিতে আয়োজন করা হয়েছে এর গ্র্যান্ড অনুষ্ঠান। ইতোমধ্যেই একে একে বলিউড তারকারা সেখানে পৌঁছাতে শুরু করেছেন।
আজ শনিবার অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ড ২০২৩। সেখানেই সাংবাদিককের সামনে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন সালমান খান। এক সাংবাদিক সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন।
সালমান খানকে বিয়ের প্রস্তাব দেওয়া ওই সাংবাদিকের নাম অ্যালেনা খালিফে। সেখানে সবার সামনেই অ্যালেনা খালিফে জানান, হলিউড থেকে সালমানকে বিয়ের প্রস্তাব দিতে এসেছেন তিনি।
সালমানকে অ্যালেনা খালিফে বলেন, আমি হলিউড থেকে এসেছি শুধু এই প্রশ্নটি করার জন্য…আমি যখন আপনাকে দেখেছি, আপনার প্রেমে পড়েছি ।
আরও পড়ুনঃবিয়ে নিয়ে আলোচনা,মুখ খুললেন আশিস বিদ্যার্থী
এরপর সালমান তাকে রসিকতা করে প্রশ্ন করেন, আপনি শাহরুখ খানের কথা বলছেন, ঠিক না? উত্তরে সেই নারী বলেন, ‘আমি সালমান খানের কথা বলছি। বলুন সালমান খান, আপনি আমাকে বিয়ে করবেন?
জবাবে সালমান বলেন, ‘আমার বিয়ের দিন শেষ। আরও ২০ বছর আগে আমার সাথে আপনার দেখা করা উচিত ছিল।