নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডবগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত চাচা-ভাতিজাসহ তিনজনের মরদেহ কাঁধে নিয়ে ঝাড়ু মিছিল করে এলাকাবাসী।
ঘটনার মূলহোতা জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লবের ফাঁসিসহ দোষীদের আটক ও বিচারের দাবিতে বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তারা মিছিল বের করেন।
সদর হাসপাতাল থেকে তিনজনের মরদেহ নিয়ে বের হওয়ার পর কয়েকশ নারী-পুরুষ এ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালের সামনে নড়াইল-যশোর সড়কে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তব্য দেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আব্দুল আলিম প্রমুখ।
উল্লেখ্য, নড়াইল জেলা পরিষদের সদস্য গন্ডবগ্রামের সুলতান মাহমুদ বিপ্লবের গ্রুপের সঙ্গে একই গ্রামের মিরাজ মোল্লা গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (১০ জুন) দুপুরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডবগ্রামে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন নিহত হন।
আরও পড়ুনঃভাতিজিকে দিনের পর দিন ধর্ষণ করে আপন চাচা
নিহতরা হলেন- মিরাজ মোল্লার সমর্থক মোক্তার মোল্লা (৫০), হাবিল মোল্লা (৪৫) ও রফিক মোল্লা (৪০)।