ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় বালক অনুর্ধ ১৭ গোল্ডকাপ এর ফাইনাল খেলা ১৯ মে /২২ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ টার খেলা শুরু হয় বিকাল ৫ টায়। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হালুয়াঘাট সরকারী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এ খেলা।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন ২নং জুগলী ও ১০ নং ধুরাইল ইউনিয়ন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২নং ইউনিয়ন ৩-০ গোলে প্রতিপক্ষ ১০ নং ধুরাইল ইউনিয়নকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, হালুয়াঘাট সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাব, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ক্রীড়া সংস্থার সম্পাদক ললিত কুমার দ্রং, ২ নং ইউনিয়ন চেয়ারম্যান সামাদুল ইসলাম, এবং ১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন সুমনসহ কৃষি অফিসার মাসুদুর রহমান প্রমুখ ।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি