একের পর এক হারাচ্ছেন যেন সবই। এবার সদ্য পদ ত্যাগী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপিকে তার নির্বাচনী এলাকা সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ হতেও অব্যাহতি দেওয়ার হয়েছে।
বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেন তিনি। সেই সাথে তিনি আরো বলেন, সভাপতি বলেন তারা জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে বহিষ্কারের আবেদন জানাবেন উপজেলা আওয়ামী লীগ।
এদিকে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রী পরিষদ হতে পদ ত্যাগ করলে ওই দিন বিকালেই জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় তাকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদ হতেও অব্যাহতি দেয়া হয়। এসময় নেতা কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সদ্য পদ ত্যাগকৃত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের প্রতি ঘৃনা ও তীব্র নিন্দা জানান।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ হারুন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মিজানুর রহমান মিজান, পৌর আ.লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
শাকিল আহম্মেদ , সরিষাবাড়ী প্রতিনিধি