স্বামীর পরিণতিই বরণ করলেন নেপালের সেই প্লেনের কো পাইলট

স্বামীর পরিণতিই বরণ করলেন নেপালের সেই প্লেনের কো-পাইলট

Generic placeholder image
  Ashfak

নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় ছয় নবজাতক শিশুসহ ৭২ আরোহীর সবাই নিহত হয়েছে রবিবার ইয়েতি এয়ারলাইনসের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে

এই ফ্লাইটে কো-পাইলট ছিলেন অঞ্জু খাটিবাডা আর মাত্র কয়েক সেকেন্ড বাদেই পূরণ হত তার স্বপ্ন কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা এই উড্ডয়ন সম্পূর্ণ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন কিন্তু তার সেই লক্ষ্য অধরাই থেকে গেল বহু যাত্রীর সঙ্গে প্রাণ হারালেন তিনিও

১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান রকম এক বিমান দুর্ঘটনায় তার স্বামীও ইয়েতি এয়ারলাইন্সের কো-পাইলট ছিলেন

আরও পড়ুনঃ নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

স্বামীর মৃত্যুর পর, তার অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু জীবনের দিশা বদলে ফেলেন যুক্তরাষ্ট্রে গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন ফিরে এসে যোগ দেন ইয়েতি এয়ারলাইন্সে কিন্তু রবিবার থেমে গেল তার সেই যাত্রা সূত্র: দ্য নেপাল পোস্ট, নিউজ এনসিআর, ট্যুরিজম মেইল

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)