টাঙ্গাইলের সখীপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ।এ ঘটনায় বিল্লাল হোসেন (৫০) নামের দূর সম্পর্কের এক ফুফাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতকে আদালতে পাঠিয়ে ওই ছাত্রীকে ম্যাজেস্ট্রেটের কাছে ২২ ধারা জবানবন্দী ও মেডিকেল পরীক্ষা করা হয়েছে বলে পুলিশ জানায়।
গত শুক্রবার উপজেলায় এ ঘটনা ঘটলেও সোমবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে।
এসময় মেয়েটি চিৎকর শুনে পাশের বাড়ির এক নারী এসে মেয়েটিকে উদ্ধার করলে বিল্লাল পালিয়ে যায়। সে মেয়েটির দূর সম্পর্কের ফুফা এবং তাদের পাশাপাশি বাড়ি।
আরও পড়ুনঃ পালাক্রমে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠিয়ে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।