স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কায়ার টয়লেট্রিজ লিমিটিডে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ০৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার গ্রুপ
পদের নাম: এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা:মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ইন্ডস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস
বেতন: আলোচনা সাপেক্ষে
আরও পড়ুনঃ ঢাকায় এসিআই কোম্পানি লিমিটেডে চাকরি
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সঃ অনূর্ধ্ব ৩০
অভিজ্ঞতাঃ ০১-০০২ বছর
কর্মস্থলঃ ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা ই-মেইল (hrd-stl@squregroup.com)মাধ্যমে আবেদন করতে পারবেন হবে।
আবেদনের সময়: ০৪ জানুয়ারি.২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোম্পানীর ঠিকানাঃ
জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১তম ফ্লোর), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২’।ওয়েব সাইটঃ https://squaretoiletries.com