সৌদির রাজধানী রিয়াদের সোলাই এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত ৫জন।
নিহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বরুরা উপজেলার ইয়াসিন মিয়া এবং ময়মনসিংহের গফরগাও উপজেলার ইয়াসিন আলী।
তারা দুজনেই একটি কোম্পানীতে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৪টার দিকে কাজ শেষ গাড়ীতে করে বাসায় ফিরছিলেন।
তাদের বহনকারী গাড়ীটি সোলাই এলাকায় পৌছালে একটি লড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ নতুন বউকে বাসর ঘরে রেখে বরের আত্মহত্যা
নিহতদের লাশ বর্তমানে রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।