ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত কষ্ট দিয়েছে পুরো বিশ্বের সিনেমা জগতকে। তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে পুরো বিশ্বের বিভিন্ন স্তরের মানুষ। এবার সুশান্তের মৃত্যুতে শোক জানিয়েছে ইসরায়েল সরকার।
ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি জেনারেল গিলাদ কোহেন একটি টুইট করে শোকবার্তা দিয়েছেন। যেখানে ‘কাই পো ছে’ তারকাকে ‘প্রকৃত বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি। গিলাদ কোহেন লেখেন, ‘সুশান্ত সিং রাজপুতের এই অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
ইজরায়েল এক প্রকৃত বন্ধুকে হারাল। তোমাকে আমরা মনে রাখব!’ এই টুইটের সঙ্গে সুশান্তের ইজরায়েল ভ্রমণের স্মৃতিবিজড়িত একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুনঃ ঐশ্বরিয়ার ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল সুশান্ত(ভিডিও)
উল্লেখ্য, সুশান্তের ‘ড্রাইভ’ ছবির প্রায় সিংহভাগ শুটিং হয়েছিল ইজরায়েলে। পরিচালক তরুণ মনশুখানির এই ছবিতে সুশান্তের বিপরীতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। যে ছবি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া নিয়ে করণ জোহরের সঙ্গে মনোমালিন্যও হয়েছিল সুশান্তের।