সিডনিতে ভারত-অস্ট্রেয়িার টেস্টে বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছে বেশ ভালোভাবেই। গতকাল শনিবার (৯ জানুয়ারি) লিখিত অভিযোগ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। তারা জানিয়েছিল, তাদের ২ ক্রিকেটারের উদ্দেশে দর্শকাসন থেকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ছুটে আসছে।
৪র্থ দিন আজ রবিবার সেই একই কাণ্ড ঘটল ভারতীয় বোলার মোহম্মদ সিরাজের সঙ্গে। তারপরই কয়েক জন দর্শককে সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে বের করে দিল পুলিশ।
এদিন চা বিরতিতে যাওয়ার কিছু আগে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করতে থাকেন কয়েক জন দর্শক।এসময় সিরাজকে বানর বলে ডাকতে থাকে দর্শকরা। বিষয়টি অধিনায়ক আজিংকা রাহানেকে জানান সিরাজ। আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। এরপরই ম্যাচ রেফারিদের সঙ্গে কথা বলেন ২ আম্পায়ার।
রাহানে ও সিরাজদের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হচ্ছে। তারা সেই দিকের দর্শকদের দেখিয়ে দেন। পুলিশের সাহায্যে মাঠ থেকে বের করে দেওয়া হয় সেই জায়গায় বসে থাকা দর্শকদের।
আরও পড়ুনঃ বিখ্যাত লর্ডস স্টেডিয়াম এখন করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র
এর আগে সিডনি টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনও সিরাজ এবং যাশপ্রীত বুমরার সঙ্গে একই ঘটনা হয়।