বলিউড সুপারস্টার সালমান খানের সর্বশেষ সিনেমা ‘ভারত’ বক্স অফিসে চুটি ব্যবসা করেছে। বর্তমানে প্রভু দেবার পরিচালনায় ‘দাবাং থ্রি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি।
এরইমধ্যে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে ক্যাটরিনা কাইফের গলায় মালা পরিয়ে দিচ্ছেন তিনি। ‘ভারত’ ছবিতে সালমানের নায়িকা ছিলেন ক্যাটরিনা। তারা একসময় প্রেম করতে বলেও গুঞ্জন রয়েছে। যদিও কেউই তা প্রকাশ্যে শিকার করেননি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের শেরওয়ানি পরেছেন সালমান খান এবং লাল রঙের শাড়ি ও মাথায় ফুলের মালা লাগানো অবস্থায় দেখা যাচ্ছে ক্যাটরিনাকে।
আরও পড়ুনঃ গাড়ির ভেতরেই ধর্ষণের চেষ্টা করেছিলেন পরিচালক
দুজনেই একে অপরের গলায় বরমাল্য পরিয়ে দিচ্ছে। বিয়েতে উপস্থিত অতিথিরা দুজনের ওপর ফুল ছুড়ছেন এবং আনন্দে হাততালি দিচ্ছেন।
তবে সালমান সত্যি বিয়ের পিঁড়িতে বসেননি। এটি ‘ভারত’-ছবির একটি দৃশ্য, যেখানে সালমান ক্যাটরিনাকে বিয়ে করছেন এমন একটি দৃশ্য রয়েছে।
এই ভিডিওতে সালমান ও ক্যাটরিনা দুজনকেই বয়স্ক লাগছে। দুজনেই চশমা পরে আছেন, শুধু তাই নয় ‘ভারত’-এ অভিনীত চরিত্রে সালমান খানের দাঁড়িও সাদা হয়ে গেছে।
সূত্র: এনডিটিভি