১৯৯৮ সালের ব্ল্যাকবাক পোচিং মামলার শুনানির আগেই সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি পেলেন সালমান খান। ফেসবুকেই বলিউডের ভাইজানের উপর ধেয়ে এল খুনের হুমকি।
যে ফেসবুক পেজ থেকে সালমানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, সেই পেজে সালমানকে খুনের হুমকি দিয়ে পোস্টটি করেছিলেন গ্যারি শুটার নামের এক ব্যক্তি।
পরে এই হুমকি বার্তা আবার হিন্দিতে একটি গ্রুপের তরফে পোস্ট করা হয়েছে। সেই গ্রুপের নাম সোপু। তাদের বক্তব্য, সালমান ভারতীয় আইনবিধি থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু বিষ্ণোই সম্প্রদায়ের আইন থেকে তার মুক্তি নেই।
আরও পড়ুনঃ শোবিজে ভর করেছে ক্যাসিনো আতঙ্ক,আটক হতে পারে মডেল ও অভিনেত্রীও
পুলিশের তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জোধপুরের ডিসিপি ইস্ট ধর্মেন্দ্র সিং যাদব বলছেন, ‘এই হুমকির পর আমরা নিরাপত্তা ঢেলে সাজানোর চেষ্টা করছি। ঘটনার তদন্তও শুরু করেছি আমরা। আমাদের সোশ্যাল মিডিয়া সেল রয়েছে। ‘