শ্রীলঙ্কায় সফরে যাওয়া তামিম-মুশফিকরা সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছেন।
গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা রেশ এখনো কাটেনি। তাই সফরকারী দলের বিষয়ে একটি বাড়তি সতর্কতা বজায় রাখা হচ্ছে।
যে কারণে সফরকারী বাংলাদেশকে দেয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। যেটি সচরাচর কোনো রাষ্ট্রীয় বা সরকারপ্রধান সফরে গেলে দেয়া হয়।
শনিবার তামিম-মোস্তাফিজদের সশস্ত্র মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেলে নিয়ে যাওয়া হয়। যেখানে আগে থেকেই মোতায়েন রাখা হয়েছে অস্ত্রধারী নিরাপত্তাকর্মী। ম্যাচ ভেন্যুতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ কোচের দায়িত্ব ছাড়ছেন নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ
শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।এর আগে নিউজিল্যান্ডই প্রথম বিদেশি দেশ হিসেবে লংকা সফর করবে বলে আশা করা হয়েছিল।
আগামী মাসে দুই টেস্ট ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে সেখানে আসবেন কিউইরা। তবে এর আগেই লাল-সবুজ জার্সিধারীদের সঙ্গে তিন ম্যাচের সিরিজটির আয়োজন করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।