বলিউড অভিনেত্রী শ্রীদেবীর নাচের পারদর্শীতার কথা আর নতুন করে বলার কিছু নেই।
তাই তার আদরের মেয়ে জাহ্নবীও যে মায়ের মতোই নাচে পারদর্শী হয়ে উঠতে চাইছেন আপাতত সেকথাই আলোচ্য হয়ে উঠেছে।
যোগা সেশন, ডায়েট, জিমের পাশাপাশি নিয়মিত নাচের প্রশিক্ষণও নিচ্ছেন জাহ্নবী কাপুর। আপাতত তিনি মন দিয়েছে ‘বেলি ডান্স’র ওপর।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন জাহ্নবী। যেখানে নম্রতা পুরোহিতের কাছ থেকে ‘বেলি ডান্স’র জন্য তালিম নিতে দেখা যাচ্ছে শ্রীদেবী কন্যাকে।
যেখানে ‘লাভরাত্রি’ সিনেমা থেকে ‘আঁখ লাড় যাবে’ গানে নাচতে দেখা যাচ্ছে জাহ্নবীকে। ক্যাসুয়াল জিম আউটফিটেই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।
এর আগেও জাহ্নবীর একটি বেলি ডান্সের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
আরও পড়ুনঃ সোনাক্ষী সিনহাকে প্রকাশ্যে গ্রেফতার!
প্রসঙ্গত, এই মুহূর্তে জাহ্নবী তার আগামী ছবি ‘রুহি আফজা’র শ্যুটিংয়ে ব্যস্ত। যেখানে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে শ্রীদেবী কন্যাকে।