দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করেছে তেপান্তর গ্রুপ।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা,নর্দা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ,পুবাইল, শিমুলিয়া-পিপুলিয়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ ছোট পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানটি।এ সময় উপস্থিত ছিলেন তেপান্তর গ্রুপের নির্বাহী পরিচালক এইচ,এম,এমদাদ উল্লাহ চৌধুরী।
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মসূচির কারণে শ্রমজীবী মানু্ষদের আয়-রোজগার বন্ধ। তাদের অনেকে অনাহারে দিন কাটাচ্ছেন।
তাই এসব মানুষদের সাহায্য করতে তেপান্তর গ্রুপ নিজেদের উদ্যোগে একটি তহবিল গঠন করে। সেই তহবিল থেকে অসহায় এসব মানুষদের খাবার বিতরণ করা হয়।
