একটি বানর হঠাৎ করে এসে সিঁড়িতে বসা শিশুকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বানরের এমন বিচিত্র বদমাশির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমৈ ভাইরাল হয়েছে।
খেলনা বাইক সদৃশ সাইকেলে চেপে এসে এক বানর যেভাবে এক শিশুকে নিয়ে যাচ্ছিল; তা দেখে অনেকেই শিউরে উঠেছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বেঞ্চের উপরে বসে রয়েছে কয়েকজন শিশু।
দূর থেকে সাইকেল চালিয়ে সেখানে হাজির হয় বানরটি। বেঞ্চের সামনে পৌঁছেই সাইকেল ফেলে দিয়ে এক শিশুটিকে ধাক্কা মারে সে। তারপর মাটিতে পড়ে যাওয়া শিশুটির পোশাক আঁকড়ে তাকে মাটির উপর দিয়ে দ্রুত এগিয়ে নিয়ে যেতে থাকে।
ছোট্ট মেয়েটি হতভম্ব হয়ে যায় গোটা ঘটনায়। আশপাশের মানুষজনকে হইহই করে উঠতে দেখা যায়। শেষ পর্যন্ত কী ভেবে ‘কিডন্যাপ’-এর পরিকল্পনা ত্যাগ করে চম্পট দেয় বানরটি।
মুক্তি পেয়ে শিশুটি দ্রুত ফিরে যায় যে বেঞ্চে সে বসেছিল সেখানে। আর স্বস্তির নিঃশ্বাস ফেলেন আশপাশের সকলে।
ভিডিওটি এরইমধ্যে ৪০ লাখ মানুষ দেখেছেন। শেয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। প্রায় ১৬ হাজার বার সেটি রিটুইট হয়েছে। অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ছড়াতে শুরু করেছে এটি।
Can’t remember the last time I saw a monkey ride-up on a motorcycle and try to steal a toddler. It’s been ages…pic.twitter.com/PBRntxBnxw
— Rex Chapman🏇🏼 (@RexChapman) May 4, 2020