শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের ৩১ দফা দাবি নিয়ে মতবিনিময় সভা 

শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের ৩১ দফা দাবি নিয়ে মতবিনিময় সভা 

Generic placeholder image
  Ashfak

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ ডিগ্রি  কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উথ্যাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ও উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার (২০ নভেম্বর) রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে শিক্ষার্থীদের সাথে
এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা, উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন। ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার আনতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি।শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন- রাণীশংকৈল পৌর বিএনপি'র সভাপতি, অধ্যাপক শাহাজান আলী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, বকুল মজুমদার,
সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানা, ছাত্রদল নেতা আরজু রিয়াদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনিকুল, ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আতিক, সহ-সভাপতি নাহিদ, অপু, মুন্না, সাংগঠনিক সম্পাদক, মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, স্বাধীন, মাসুদ রানা,
দপ্তর সম্পাদক,হামিম,সহ-দপ্তর সম্পাদক, সজীব প্রমুখ। এছাড়াও ছাত্রদলের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

 হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)