হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাবএর অভিযানে ডাকাত দলের সদস্য এমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। এমরান হোসেন বাহুবল উপজেলার খিল বামই (মাসের বাজার) গ্রামের ছুনু মিয়ার ছেলে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে র্যাব জানায়, আটক এমরান মৌলভীবাজার জেলার সদর মডেল থানার ২০১৯ সালের মামলার আসামি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
মোজাম্মেল হায়দার চৌধুরী। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)