সিলেট নগরের হজরত শাহজালাল (রহ.) এর মাজার গোরস্থান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর কোতয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে
পুলিশ জানায়, নিহতের কপালে ও ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা।
এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, মাজারের লোকদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
কেউ তাকে আঘাত করে মারল নাকি স্ট্রোকে মারা গেল তা এখনো নিশ্চিত না। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুনঃ আবারও আসছে শৈত্যপ্রবাহ
তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট রাখা হয়েছে। কেউ তার পরিচয় জানলে ০১৭১৩৩৭৪৫১৭ অথবা ০১৭১৮৬০০৬৯৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন ওসি।