লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রী কলেজে নিজ অফিস রুমে ঢুকতে পারলেন না অধ্যক্ষ
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে অবস্থিত নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্লা উচ্চ আদালতের রায় পেলেও নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের চেয়ারে এখনো বসতে পারেননি। আদালতের রায় পেয়ে তিনি বুধবার কলেজে গিয়ে দেখেন নিজের অফিস (অধ্যক্ষের)রুমে তালা ঝোঁলানো। এসময় কলেজ পরিচালনা পর্ষদের অন্তত ৬জন সদস্য উপস্থিত ছিলেন। জানা গেছে, বারবার ফোনে কলেজের অন্যান্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও তিনি ওই রুমের চাবি আনাতে ব্যর্থ হন। অবশেষে তিনি কলেজ পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে শিক্ষক মিলনায়তনে সভা করেন। সভায় উপস্থিত সকলেই এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান। সভায় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সিকদার মাহাবুবুর রহমান, অভিভাবক প্রতিনিধি মোঃ আশিকুর রহমান, শেখ আকরাম হোসেন, মোঃ আল মামুন মোল্যা, শিক্ষক প্রতিনিধি শেখ আবদুল আলিম, নাজনিন নাহার, বিদ্যুৎসাহী সদস্য মোঃ ওবায়দুর রহমান, সচিব অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্লা। অধ্যক্ষসহ সদস্যরা অভিযোগ করেন আজ কমিটির মিটিং হবার কথা। সভাপতিসহ সকলকেই আগেই বিষয় টি অবহিত করা হয়েছিলো।অথচ সভাপতিসহ তার অনুসারীরা অধ্যক্ষের রুমে তালা ঝুঁলিয়ে সরে পড়েছে। এ বিষয়ে জানতে সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
ইকবাল হাসান/নড়াইল প্রতিনিধি