লামায় 'জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা' অনুষ্ঠিত

লামায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত

Generic placeholder image
  Ashfak

লামায় 'জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা' উদযাপন উদ্বোধন হয়েছে। ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় শোভাযাত্রা শেষে লালফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বীল মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, সহকারী কমিমনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মিল্কি রানী দাশ, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, মন্ত্রীর প্রতিনিধি প্রদীপ কান্তি দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাছিংপ্রু মার্মা, মিন্টু কুমার সেন, ওমর ফারুক, নুরুল হোছাইন চৌধুরী প্রমুখ। 'সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে ও উদ্ভাবনে স্থানীয় সরকার' এই স্লোগানকে প্রতিপাদ্য করে দিবস উপলক্ষে মেলায় পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার সংশ্লিষ্টরা স্টল করেছেন। অনুষ্ঠানে আলোচকরা স্থানীয় সরকার কর্তৃক সরকারের বিভিন্ন সেবা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।'বাংলাদেশের উন্নয়নে স্থানীয় সরকারগুলো খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ হচ্ছে, জেলা পরিষদ
উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ,সিটি কর্পোরেশন ও পৌরসভা জেলা পরিষদ: জেলা পরিষদের একজন নির্বাচিত চেয়ারম্যান থাকেন। তিনি অবশ্য পরোক্ষ ভোটে নির্বাচিত হন। জেলা পরিষদ আইন অনুযায়ী একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠন হয়। তবে সরাসরি এলাকবাসীর ভোটে নয়, নির্বাচিত নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণ করেন। একটি জেলার মধ্যে বেশ কয়েকটি উপজেলা থাকে।
উপজেলা পরিষদ: কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা। উপজেলা পরিষদে তিন জন নির্বাচিত প্রতিনিধি থাকেন। তারা হলেন একজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান একজন, মহিলা ভাইস-চেয়ারম্যান একজন। এই নির্বাচনে একজন ভোটার প্রতিটি পদের জন্য একটি করে সর্বমোট তিনটি ভোট প্রয়োগ করেন।
ইউনিয়ন পরিষদ: ইউনিয়ন পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর। কয়েকটি গ্রাম নিয়ে ইউনিয়ন গঠিত হয়। ইউনিয়ন পরিষদ ‌স্থানীয় উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইউনিয়ন পরিষদ নয়টি ওয়ার্ডে বিভক্ত থাকে। ওয়ার্ল্ডগুলো ১,২,৩…৯ নামে নামকরণ করা হয়ে থাকে। ইউনিয়ন পরিষদের প্রধান হলেন চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদ গঠিত হয় ১৩ জনকে নিয়ে। এই তেরজন হলেন চেয়ারম্যান ১ + মেম্বার ৯ + সংরক্ষিত নারী ৩ সদস্য।এ ছাড়াও বাংলাদেশে আরও যে কয়েক ধরনের স্থানীয় সরকার আছে তা হলো: সিটি কর্পোরেশন, ও পৌরসভা। এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ নগর অঞ্চলের উন্নয়নে কাজ করে। এছাড়াও তিন পার্বত্য জেলায় পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ কাজ করে যাচ্ছে।

জাহিদ হাসান,লামা(বান্দরবান) প্রতিনিধি

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)