বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর রায়ের বাজারে ইয়াছিন আরাফাত নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, শনিবার রাত ১০টার দিকে বাংলা সড়কের মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
ইয়াছিন সুলতানগঞ্জ রোডে বাসিন্দা অটোরিক্সা চালক মনসুর আহমেদের ছেলে।ইয়াসিনের শরীরে ৪টি ছুরির আঘাত পাওয়া গেছে। হত্যার কারণ জানাতে না পারলেও পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান চলছে।