নিজের মধ্যে বিচ্ছেদ হলেও তাহসান- মিথিলা এখনো একমাত্র সন্তানের বাবা-মা। শত ব্যস্ততার মাঝেও তারা মেয়ে আইরা তাহরিম খানকে সময় দেন।
এখন মেয়েকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক শহর চষে বেড়াচ্ছেন তারা। সেসবের ছবিও দিচ্ছেন সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।
মেয়েকে নিয়ে তাহসান-মিথিলা ঘুরে বেড়িয়েছেন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক, মেডিসন স্কয়ার পার্ক, এম্পায়ার স্টেট ভবন, ম্যাজিক কিংডমের সিন্ডারেলা ক্যাসল, লিবার্টি আইল্যান্ডসহ নানা দর্শনীয় স্থান।
তারা দুজনেই ইনস্টাগ্রামে নিউ ইয়র্কে ঘুরে বেড়ানোর ছবি আপলোড করেছেন। ইনস্টাগ্রামে মিথিলা একটি ছবি আপলোড করেছেন যাতে দেখা যায়, কন্যা আইরা তাহরিম খানকে নিয়ে বসে রয়েছেন সেন্ট্রাল পার্কের সামনে।
আরও পড়ুনঃ ধর্ষণের অভিযোগে ফাঁসছে নোবেল!
আবার সেন্ট্রাল পার্কে আইরা দৌঁড়ে যাচ্ছে সেই ছবিও তাহসানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এম্পায়ার স্টেট বিল্ডিং এর সামনে ছোট্ট আইরা তাহরিমকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন তাহসান খান।
২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয় তাহসান-মিথিলার। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের ঘরে একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খানের জন্ম হয়।