মায়ের সামনেই এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলমসহ ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার পরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফতুল্লা থানার হাজিগঞ্জ এলাকার এমরান হোসেনের ছেলে কানন (২২) নামে একজনকে গ্রেফতার করে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলমকে। একই মামলার অপর আসামি হচ্ছে ফতুল্লার পশ্চিম মাসদাইর জসুর ছেলে অনিক প্রধান (২২)।
জানা গেছে, শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনারে ঘুরতে আসা তরুণীকে উত্যক্ত করাসহ মায়ের সামনেই তার ওড়না ধরে টানাটানি করেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলম ও তার সহযোগী অনিক ও কাননসহ অজ্ঞাত আরও কয়েকজন।
আরও পড়ুনঃ সেই ভাইরাল মাতব্বর আটক
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন গণমাধ্যমকে মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।