মার্কিন ড্রোন ধ্বংসে যা বলল ন্যাটো

মার্কিন ড্রোন ধ্বংসে যা বলল ন্যাটো

Generic placeholder image
  Ashfak

এস্টোনিয়ার আকাশে টহল দিচ্ছিল একটি জার্মান একটি যুক্তরাজ্যের যুদ্ধবিমান অভিযোগ, আচমকাই একটি রাশিয়ার যুদ্ধবিমান এস্টোনিয়ার আকাশসীমার খুব কাছে চলে আসে ঠিক তখনই জার্মানি যুক্তরাজ্যের বিমান রাশিয়ার বিমানকে তাড়া করতে শুরু করে তবে কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি

মঙ্গলবার রাশিয়া মার্কিন ড্রোন ধ্বংস করার কারণেই বুধবারের ঘটনা ঘটেছে ন্যাটোর ফোর্স হিসেবেই এস্টোনিয়ায় পাহারা দিচ্ছিল যুক্তরাজ্য জার্মানির বিমান

ন্যাটো অবশ্য সরাসরি বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ এখনো পর্যন্ত বিষয়ে কোনো মন্তব্য করেননি

বিষয়টি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছেন তিনি তবে বিশেষজ্ঞ ব্রুনো লেতে জানান, ‘ন্যাটো বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক ঘটনাটি সরাসরি ন্যাটোর বিমানের সঙ্গে ঘটেনি মার্কিন ড্রোনের সঙ্গে হয়েছে মার্কিন ড্রোনের অবস্থান এখনো স্পষ্ট নয় ফলে এর মধ্যে কিছু ধোঁয়াশা আছে ন্যাটো সেখানে ঢুকতে চাইছে না

আরও পড়ুনঃ গ্যাসের খনির সন্ধান পেল ইরান

ন্যাটো মনে করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে যদিও ন্যাটোর সংবিধানে আর্টিক্যাল পাঁচ বলে, কোনো প্রতিনিধি দেশের ওপর হামলার অর্থ ন্যাটোর ওপরেই হামলা কিন্তু ওই জায়গায় ন্যাটো এখনই ঢুকতে চাইছে না

এদিকে ওয়াশিংটনে মার্কিন কর্তৃপক্ষকে রাশিয়ার রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন ড্রোন রাশিয়ার আকাশসীমার কাছে পৌঁছে গেছিল তাই সেটিকে নামানো হয়েছে বুধবারের ঘটনা নিয়ে অবশ্য রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি

 

সূত্র: ডয়চে ভেলে

মন্তব্য করুন হিসাবে:

মন্তব্য করুন (0)