মাগুরা জেলা কৃষক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রকৃত ও ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে কেন্দ্রের মনগড়া কমিটি দেওয়ায় সিনিয়র নেতারা অসন্তোষ প্রকাশ করে স্বজনপ্রীতির অভিযোগ এনে কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।
জাতীয় সংসদের বিরোধীদল জাতীয়তাবাদী দল বিএনপি। এক সময় সারা দেশে দলটির তৃনমুলের কার্যক্রম ঝিমিয়ে পড়লেও দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দলটির তৃনমুলের বিভিন্ন সাহসী কার্যক্রম বেশ জাগ্রত। দলটি চেষ্টা করছে ঘুরে দাড়ানোর। দলটির কেন্দ্র থেকে অঙ্গসংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটি গঠনের অংশ হিসেবে গত ২১জুন মাগুরা জেলা কমিটির ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্মাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাগুরা জেলা কৃষক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে মোঃ রুবাইয়াত হোসেন কে আহ্বায়ক,মোঃ জাহাঙ্গীর আলম সদস্য সচিব এবং এ্যাড, মিজানুর রহমান মণ্ডলকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে করে মাগুরা জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সিনিয়র নেতা দাবি করেন আন্দোলন-সংগ্রামে আমরা যাদের সবসময়ের জন্য মাগুরা জেলাতে পেয়েছি তারাই আজ পদবঞ্চিত হয়েছেন। একটি কুচক্রী মহল নিজেদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য কেন্দ্র থেকে এই কমিটিকে অনুমোদন নিয়ে এসেছেন বলেও দাবি তারা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা বলেন মাগুরা এক আসনের বিএনপি মনোনিত সাবেক সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খাঁনের ইঙ্গিতেই কেন্দ্র থেকে ত্যাগী নেতাদের বাদ দিয়ে তার নিজের সহকারী মোঃ রুবাইয়াত হোসেনকে আহ্বায়ক,তার ড্রাইভারের আপন ছোট ভাই মোঃ জাহাঙ্গীরকে সদস্য সচিব ও ভাইরার জামাইয়ের ছোট ভাইকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি। এই কমিটি ঘোষণার পর মাগুরা জেলা জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা কর্মিরা অসন্তোষ প্রকাশ করেছেন।
মাগুরা প্রতিনিধি